কেরানীগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা মোল্লা বাড়ি এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ মাসুদুর রহমান (৩৪), মিজানুর রহমান (৩০), বদিউর রহমান (৪০) ও মামুন হোসেন (৩৪। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা অপর ডাকাতরা কৌশলে পালিয়ে যায়।

এসময় তাদের কাছ থেকে রড, চাপাতি, কাটার, দড়ি, স্কচটেপ, মুখ বাঁধার কাপড়সহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, কেরানীগঞ্জ মডেল থানার একটি বিশেষ টহল দল, রোহিতপুর শাক্তা, জিনজিরা, ঢাকা–মাওয়া মহাসড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। দায়িত্ব পালনকালে রোহিতপুরের সোনাকান্দা মোল্লা বাড়ির তিন রাস্তার মোড়ে একটি নীল রঙের জ্যাক গাড়ি ( ঢাকা মেট্রো খ ১৪-৪৫৩০) কে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামানোর সংকেত দেয়। এ সময় গাড়িটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে কিন্তু আনুমানিক ২০০ গজ সামনে গিয়ে ব্যারিকেডের মাধ্যমে গাড়িটি আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।