কেরানীগঞ্জে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কদমতলী গোলচত্বর এলাকায় এলিগেন্ট স্কুল এন্ড কলেজে জান্নাতুল ফেরদৌস (১১) চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে,এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রমজান আলী (৩১) কে গ্রেফতার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়,গত ৭ই ডিসেম্বর ভুক্তভোগী ছাত্রীর পিতা আইয়ুব আলী দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন যাহার নাম্বার ১৯/(১২) ২০২৫ পরবর্তী ৮ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়,ভুক্তভোগী শিশুটি পরিবারের সাথে চুনকুটিয়া হিজলতলা এলাকায় বসবাস করে।গত ২৬ শে নভেম্বর শিশুটি স্কুল থেকে বাড়িতে ফিরে অসুস্থতা বোধ করলে শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই রফিকুল ইসলাম লিটন জানান,এলিগেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক রমজান আলীর নাম উল্লেখ করে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করেন, আমরা আসামিকে আটক করেছি।জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

এ বিষয় এলিগেন্ট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ বলেন,বিষয়টি আমার স্কুলের বাহিরের ঘটনা,এ ধরনের ঘটনা স্কুলে ঘটেনি। স্কুলের সুনাম নষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।