নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম নাঈম বেপারী। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর খালপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সত্ত্বেও নাঈম বেপারী গোপনে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার নাঈম বেপারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





