কেরানীগঞ্জে জাবালে নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‎‎আজ ভোর আনুমানিক ৫টার দিকে ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটজুড়ে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

‎‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ১০ তলা ভবনটির ৮ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনটির মালিক হাজী নুর আলম। অভিযোগ রয়েছে, রাজউকের অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং ভবনের জন্য কোনো বৈধ ছাড়পত্র নেই।ভবনটিতে আগুন নির্বাপণ বা আগুন নিষ্কাশনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই, যা আগুন লাগার পর পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

‎এ ঘটনায় ভবনের অবৈধ নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের ছুটে আসেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, তিনি সাংবাদিকদের বলেন , ভবনটি রাজউকের অনুমোদন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ধোয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। বেজমেন্টে গোডাউনে প্রতিটা সাটার ভেঙে কাজ করতে হচ্ছে। অনেকগুলো ভবনের বেজমেন্ট একটা।

আমরা আগুন একটা জায়গায় রাখতে পেরেছি, যেন অন্য ভবনের না ছড়িয়ে পড়ে। এযাবৎ ৪৫ জনকে উদ্ধার করেছি। আগুনের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।