কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন শীর্ষক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে উক্ত কর্মশালায় আয়োজন করেন।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া সহ বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মালা বড়াল,যুব সংঘঠক শহিদুল ইসলাম রাজু প্রমূখ। কর্মশালায় বক্তারা তারুণ্যের বিভিন্ন দিক তুলে ধরে  ব্যাপক আলোচনা করেন।