মোঃ কামরুজ্জামান:
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কুষ্টিয়ায় দুই নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। কুষ্টিয়ার বেসরকারি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম এর উদ্যোগে এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া নারী মুক্তিযোদ্ধারা হলেন, লুলু-ই ফেরদৌস ও লুলু-ই জান্নাত। তারা আপন দুই বোন।
বেসরকারী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. আরজুমান্দ আরা নাছিমা, ঝিনাইদহ সিটি কলেজের প্রভাষক হাফিজা বিনতে হোসাইন, নারী উদ্যোক্তা ফারজানা আক্তার মিতু, ব্লাড সোলজার কুষ্টিয়ার সহ-সভাপতি ব্লাড সোলজার,জান্নাতুল ফেরদৌস মৌলী।
বক্তারা বলেন, ঝুঁকি নিয়েও দেশমাতৃকার মুক্তির জন্য পুরুষের পাশাপাশি অসংখ্য নারী সশস্ত্র যুদ্ধসহ স্বাধীনতা সংগ্রামে বিভিন্নভাবে অংশ নিয়ে প্রমাণ করেছিল তাদের অবদান ও সমান গৌরবের।
বক্তারা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নারীদের ভূমিকা ছিল অপরিসীম। জীবনের ঝুঁকি নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, খাবার দেওয়াসহ নানাভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে অনন্য ভূমিকা রেখেছেন।
আমরা আমাদের সংগঠনের মাধ্যমে
মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য দুই জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।
তবে তাদের বয়স কত তা নিশ্চিত হওয়া যায়নি।