কুমিল্লা বরুড়ায় ২১ মামলার আসামি অস্ত্রগুলিসহ গ্রেপ্তার

মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ; কুমিল্লা বরুড়া থানার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপার কুমিল্লা নির্দেশে কাজ করে যাচ্ছে বরুড়া থানা পুলিশ।
গত ৩০ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ বরুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদ  এস আই /আলী মর্তুজা, এস আই /উত্তম কুমার, এএসআই /মতিউর রহমান, এএসআই /আ: মোতালেব ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায়  বিশেষ অভিযান পরিচালনাকালে বরুড়া থানাধীন  ৬নং চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া  ব্রিজের দক্ষিণ পাশে মুড়িয়ারাগামী  মাটির রাস্তার মাথা হইতে ইং ৩০/০৩/২০২৩ তারিখ মো: মনির হোসেন প্রকাশ মনির ডাকাত( ৩৮) পিতা মৃত আব্দুল মমিন ডাকাত গ্রাম:ঝলম  (মোল্লাবাড়ি) থানা- বরুড়া,জেলা – কুমিল্লাকে ০১ টি দেশীয় তৈরী পাইপ গান ও ০২ রাউন্ড  কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়।
সে দীর্ঘদিন যাবত বরুড়া থানার ঝলম ও চিতড্ডা  ইউনিয়ন সহ আশপাশের এলাকায়  সন্ত্রাসী , ডাকাতি, দস্যুতা, ছিনতাই সহ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছে। সে বরুড়া থানার ডাকাতি,সন্ত্রাসী,  দস্যুতা, মাদক ও অন্যান্য মামলার  ২১ টি মামলার এজাহারনামীয় আসামি। তার নামে বরুড়া থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা মুলতবী আছে। কুখ্যাত মনির হোসেন প্রকাশ মনির ডাকাত গ্রেপ্তারে ঝলম ও চিতড্ডা ইউনিয়নের জনমনে স্বস্তি ফিরে এসেছে।
উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই /মো: আলী মুর্তজা এজাহার দায়ের করিলে বরুড়া থানার মামলা নং-২১ তারিখ -৩১/০৩/২০২৩ ইং ধারা- The Arms Act,1878 এর 19(f) রুজু করা হয়।