কিশোরগঞ্জে বাল্য বিবাহ ঠেকাতে গ্রাম পুলিশকে পুরুষ্কার ঘোষণা ইউএনও’র

মোঃ শাকিল ইসলাম: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ ঠেকাতে পারলে গ্রাম পুলিশদের ১ হাজার টাকা করে পুরুষ্কার দিবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী। আজ বুধবার (২৯ মার্চ) উপজেলা পরিষদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বাল্যবিবাহ মুক্ত কিশোরগঞ্জ উপজেলা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় এ ঘোষনা দেন ইউএনও। তিনি আরও বলেন, গ্রাম পুলিশেরা চাইলেই বাল্য বিবাহ জিরো টলারেন্সে নিয়ে আসা সম্ভব। কারণ শুধুমাত্র তারা জানতে পারবে কবে কোন ওয়ার্ডে কোথায় বাল্য বিবাহ হচ্ছে বা হবে। তারা যদি আমাদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানায় তাহলে আমরা গিয়ে সে বাল্যবিবাহটি বন্ধ করে দিতে পারবো। সুধী সমাজের উদ্দেশ্যে ইউএনও আরও বলেন বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্য বিবাহের কারণে সংসার শুরু হতে না হতেই বিচ্ছেদ ঘটনা ঘটতেছে। এসময় তিনি উপস্থিত সবাইকে বাল্য বিবাহের প্রতি সোচ্চার হওয়ার আহবান জানান।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ সাবিকুন্নাহার প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন হাইস্কুল ও মাদ্রাসার শিক্ষকমণ্ডলী, সরকারী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ।