কাশিয়ানীতে শীতবস্ত্র বিতরণ করেন গ্রামীণ ব্যাংক

পারভেজ শেখ,কাশিয়ানী প্রতিনিধিঃ সবার সাথে সবার মাঝে উষ্ণতা ধরাতে কাশিয়ানী মহেশপুর শীতবস্ত্র বিতরণ করেন গ্রামীণ ব্যাংক।

প্রথম বছরের শুরুতেই শীতবস্ত্র কম্বল পেয়ে হাসি ফুটেছে অসহায় ও মানুষ মুখে,
নতুন বছরের শুরুতে আনন্দ উদযাপনের গ্রামীণ ব্যাংকে সাধুবাদ জানিয়েছেন গুণীজনেরা।
শনিবার ২১ জানুয়ারি ২০২৪ বিকাল ৩ টায় মহেশপুর শাখায় (পাঁচ) শতাধিক কম্বল বিতরণ করা হয়।

দেশব্যাপ গ্রামীণ ব্যাংক শাখা কাশিয়ানী উপজেলা শাখায় কম্বল বিতরণ করা হয়েছে বলে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা, ফরিদপুর জনের, জোনাল মেনেজার মো: আবু তালেব, বি:আ: দুলাল হোসেন, মুকসুদপুর এরিয়া ম্যানেজার , মুকসুদপুর এরিয়া শাখা,কাশিয়ানী মহেশপুর শাখায়, ম্যানেজার মো: সবুজ মল্লিক, এর দিক নির্দেশনায় এবং সেকেন্ড অফিসার, লুৎফার রহমানের। সার্বিক তত্ত্বাবধানে, সামগ্রী সদস্যদের মাঝে সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসাবে শীতের সামগ্রী কম্বল বিতরণ করা হয়।