কাশিয়ানীতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

পারভেজ শেখ, কাশিয়ানী প্রতিনিধিঃ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ২০টি মৎস্যজীবি পরিবারের মাঝে ছাগল ও অন্যান্য উপকরণ বিতরন করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে ২০ টি মৎস্যজীবি পরিবারের মাঝে দুইটি ছাগল, ছাগল লালন-পালনের জন্য একটি ঘর ও খাদ্য বিতরণ করা হয়েছে।

সহকারি কমিশনার ভূমি মিলন সাহা প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন ,যুগ্ম-সাধরন সম্পাদক বিপ্লব মন্ডল, প্রানী সম্পাদ অফিসার পৃথিজ্ব কুমার,উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়।

এসময়ে উপস্থিত কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ,কার্যনির্বাহী সদস্য,শেখ মো : পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম মুন্নাসহ স্থানীয় সাংবাদিকরা।