আকাশ শীল:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ফয়জুলবারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলমগীর (৪৮) সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ঐ মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী । বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট রাস্তার মাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার (২৭ মার্চ) বিকালে মাদ্রাসার মসজিদ থেকে বের হওয়ার সময় একই মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক লুৎফুর করিম (৫৩) ও তার ছোটভাই শহীদুল্লাহ্ (৪৮) মাদ্রাসা পরিচালনা কমিটির বিষয় নিয়ে মারধর করেন সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলমগীরকে। এঘটনায় শিক্ষক লুৎফুর করিম (৫৩) ও তার ছোটভাই শহীদুল্লাহ্ (৪৮) কে অভিযুক্ত করে এরপরদিন মঙ্গলবার কর্ণফুলী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। প্রতিবাদ সভায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান বলেন, মাদ্রাসার পরিচালানা কমিটির বিষয় নিয়ে মাদ্রাসার অধ্যাপককে মারধর সত্যি লজ্জ্বাজনক ঘটনা। এসব হামলাকারীরা মাদ্রাসার টাকা পয়সা লুটে খেয়েছে দীর্ঘদিন ধরে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার কপালে জুটে হামলা। এরআগে আমার ওপরও হামলা হয়েছে, এখন আমাদের শিক্ষকদের ওপর হচ্ছে। একজন নিরীহ শিক্ষকের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এই সময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী আরবী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলমগীর, মাওলানা মুহাম্মদ মোহাব্বত আলী, প্রভাষক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষিকা রহিমা বিবি, মুহাম্মদ নুরুদ্দীন, মুহাম্মদ ফারুক, রাজা মিয়া, মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা মুহাম্মদ নুরুল আলম হাসানী, মুহাম্মদ বেলাল হোসাইনসহ মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।