কমিউনিটি ক্লিনিকে কর্মরত এমএইচভিদের নিয়মিত বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট

ভাতা নয় বেতন চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই, এমন স্লোগান নিয়ে, রাজধানীর মহাখালী বিএমআরসি ভবন পরিচালক কার্যালয় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর সামনে, কমিউনিটি ক্লিনিকে কর্মরত এমএইচ ভিদের নিয়মিত বেতনের দাবিতে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হাজার হাজার কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

আজ ২০ জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কমিউনিটি এমএইচভিদের,কেন্দ্রীয় কমিটির সভাপতি আলআমিনের নেতৃত্বে উক্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অবস্থান কর্মসূচিতে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কর্মচারীরা স্লোগানে তাদের দাবি গুলো তুলে ধরেন, ভাতা নয় বেতন চাই, পরিবার নিয়ে বাঁচতে চাই, কর্মদিবসে ভাতা কেন, কাজ করি বেতন চাই, দিতে হবে দিতে হবে, এমন স্লোগান দিয়ে বিএমআরসি ভবনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন।