কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শামসুল আলম টগর:   কক্সবাজার জেলাধীন  বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর বার্ষিক সাহিত্য, ক্রীড়া  ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
২১ মার্চ ২০২৩ তারিখ (মঙ্গলবার) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ- পীরে ত্বরিকত আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নূরুল আবছার। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, জাব্বারিয়া একাডেমীর পরিচালক মাস্টার সৈয়দ করিম, শাহ কুতুব উদ্দিন আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা নজরুল ইসলাম, জেলার সিনিয়র  সাংবাদিক তোফায়েল আহমদ, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, আমন্ত্রীত অভিভাবকবৃন্দ এবং সন্মানিত শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে সন্মানিত আলোচক ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম আল ইসলাম-এর শান্তির সুবাতাস বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ও যথাযথভাবে সমুন্নত রাখতে মাদারাসাগুলোর চলমান অবদান কেয়ামত পর্যন্ত  চির অম্লান থাকবে ইনশাআল্লাহ।
ইসলামের বিধি-নিষেধ ও ইসলাম নির্দেশিত, বৈধ-অবৈধ অমান্য করে জীবনকে দুনিয়ার চাকচিক্যের দিকে ঠেলে দেয়ার কারনে বিশ্বের অধিকাংশ মানুষ আজ চরম অশান্তির ব্যাধিতে আক্রান্ত এবং সবাই একটু সুখ, একটু শান্তির জন্য চটপট করছে উল্লেখ করে আলোচক ওলামায়ে কেরামগণ বলেন, প্রকৃত সুখ-শান্তি ও অন্তরের খাদ্যের খণির চাবিকাঠি দ্বীনে ইসলামের মধ্যে, যা সংরক্ষিত মাদ্রাসাসমুহে। আলোচক ওলামায়ে কেরামগণ ছেলেমেয়েদেরকে ইসলামি শিক্ষায় সুস্হ মানুষ হিসেবে গড়ে তুলতে সকল অবিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে সন্মানিত অতিথিগণ বার্ষিক সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।