ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল ও আলোচনা সভা

শেখ সোহেল:  বাগেরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) শহরের হাজী শামসুদ্দিন্ন প্লাজাস্থ ব্যাংকটির বাগেরহাট শাখা কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

ইসলামী ব্যাংক বাগেরহাট শাখার ব্যবস্থাপক এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ফলপট্টী মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহ জাহান, মাওলানা তাওহীদ বিন জিহাদসহ ব্যাংকের গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।