ইবি ছাত্রলীগের বৃক্ষরোপন ও দোয়া মাহফিল

ইবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মিলাদ-দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধ্যা ৬ টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের সামনে বৃক্ষরোপণ করে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে দোয়া মাহফিলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ জিয়াউর রহমান হল মসজিদের বাদ আসরে বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এসময় দোয়া পরিচালনা করেন শহীদ জিয়া হল মসজিদের পেশঈমাম বেলায়েত হোসেন।