ইবি কোষাধ্যক্ষের আকস্মিক অফিস পরিদর্শন

ইবি প্রতিনিধি
 ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ জুন) সকালে তিনি আকস্মিক ভাবে বিভিন্ন অফিস পরিদর্শনে বের হন।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁর সাথে ছিলেন।
পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও তিনি অফিসসময়ে অফিসে উপস্থিত থেকে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করার জন্য ট্রেজারার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।