ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ জুন) সকালে তিনি আকস্মিক ভাবে বিভিন্ন অফিস পরিদর্শনে বের হন।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাঁর সাথে ছিলেন।
পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন। তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও তিনি অফিসসময়ে অফিসে উপস্থিত থেকে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সাথে কাজ করার জন্য ট্রেজারার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।