ইবি প্রতিনিধিঃইসলামী বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনটির সভাপতি মো: সামিউল ইসলাম সানির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকিবিল্লাহ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো: হাফিজুল ইসলাম, ইবি শাখা ছাত্রলীগে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সুপারিশ প্রাপ্ত সহকারী সাকিব আহমেদ ইমন, ময়মনসিংহ জজ কোর্টের এডভোকেট আনসারুল্লাহ আরিফ, ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি এ.বি.এম.রিজওয়ান উল ইসলাম, বর্তমান সভাপতি মো: আবদুল মান্নান মেজবাহ, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি হাসিবুল হাসান এবং
সংগঠনটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সানি।
অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ পেয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।গতকাল থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলে দেয়া হয়েছে। এই যে উন্নয়নের অগ্রযাত্রা শুধু মাত্র শিক্ষার্থীদের হাতেই টেকসই বা বহুদূর নিয়ে যাওয়া সম্ভব। ময়মনসিংহের শিক্ষার্থী হিসেবে তোমরা তোমাদের জেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো দেখবা এক একটা জেলার দায়িত্ব শিক্ষার্থীরা নেওয়ার ফলে সমৃদ্ধ বাংলাদেশ পেয়ে যাব। তোমার এলাকাকে ভালোবাসো মানে দেশকে ভালোবাসো। ময়মনসিংহ জেলার অনেক জ্ঞানী-গুণী মানুষ তৈরি হয়েছে। তেমনি তোমাদের থেকেও মানুষের মত মানুষ তৈরি হবে বলে আশাবাদী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।