ইঞ্জিনিয়ার্স ইন্সষ্টিটিউটে শুরু হয়েছে ছাত্র ঐক্যের কনভেনশন

তানভীর আহমেদ সাকিবঃ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে সরকার বিরোধী ছাত্রসংগঠনগুলোর জোট ছাত্রঐক্যের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সষ্টিটিউটে শুরু হয়েছে ছাত্র কনভেনশন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সার্বজনীন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ছাত্রঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই কনভেনশন।

এতে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্বিবিদ্যালয় -কলেজ শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দিয়েছন। শুধু রাজধানী নয় আশপাশের জেলাগুলো থেকেও নেতাকর্মীরা যোগ দিয়েছেন অনুষ্ঠানে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। কনভেনশনের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাত্র নেতারা।

অনুষ্ঠানে ছাত্র নেতারা বলেন, সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্যাম্পাসে সহাবস্থান ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি, অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান ছাত্রনেতারা