সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতা কেন্দ্র করে সাইফুল ইসলাম অপু (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।এ ঘটনায় আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন জনের বিরুদ্ধে গত মঙ্গলবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বড় ভাই বাবু। তবে মামলা দায়েরর সাতদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী অপু আশুলিয়ার টংগাবাড়ী এলাকার মোঃ জামাল উদ্দিন বেপারীর ছেলে। মামলার আসামীরা হলেন,একই এলাকার হাসান মাদবর ওরফে মগন, রানা মাদবর, আবুল মাদবর, রনি মাদবর, তুহিন মাদবর, মনো মাদবর, অলি মাদবর ও মুন্না মাদবর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে অপু তার বাড়ি সামনে দাড়িয়ে ছিলেন।এসময় জমি সংক্রান্ত বিষয়সহ পূর্ব শত্রুতার জের ধরে মামলায় উল্লেখিত আসামীরা দেশীয় ধারালো অস্ত্র,লোহার রড, লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।পরে বিষয়টি শুনতে পেয়ে ভুক্তভোগীর বড় ভাই বাবু এগিয়ে আসলে তার ওপরও হামালা চালানো হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী অপু ক্ষোভ প্রকাশ করে বলেন, মামলা দায়েরর সাত দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। আমি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত বলেন,এ ঘটনায় সাত আসামী জামিনে ও একজন পলাতক আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।