নিজস্ব প্রতিবেদকঃ সাভার আশুলিয়া ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সংস্কার বোর্ড কোর্ট অফ ওয়ার্ডস ঢাকা নবাব এস্টেট জমির সাইনবোর্ড রাতের অন্ধকারে ফাঁকা গুলি করে তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা।উপজেলার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় শুক্রবার ২৭ অক্টোবর দিনগত রাতে এ ঘটনা ঘটে,শনিবার সকালে গিয়ে দেখা যায় সাইনবোর্ড গুলো উধাও’পরবর্তীতে সাইনবোর্ড গুলো পরিত্যক্ত একটি বাড়ির ভিতরে ছিড়ে ফেলে রেখে চলে যান দুর্বৃত্তরা।
জানা যায়,সাভার ইউনিয়নের কলমা উত্তরপাড়া গ্রামের মৃত.রফিজ উদ্দিন হাওলাদার ছেলে কামাল হোসেন মাস্টার,ভূমি সংস্কার বোর্ড লিজ গৃহিতা সূত্রে আইকপাড়া মৌজার দাগ নং ১,২,৭,৪৪/৭,৪৬/১৯.ও ১৫ এর কাতে ১২.৯০ একর জমির মালিক হন।উক্ত জমিতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সাইনবোর্ড দেন।উক্ত সাইনবোর্ড গুলো রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় দৃর্বৃত্তরা।
এ বিষয়ে কামাল হোসেন মাস্টার জানান,আমি লিজ গৃহীত সূত্রে উক্ত জমি দখলে আছি।এবং সাইনবোর্ড গুলো মেইন রোডের পাশে প্রত্যেকটি প্লটে ছিল,উক্ত সাইনবোর্ডগুলো স্থানীয় ভূমিদস্যু শহীদুল্লাহ দেওয়ানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দুর্বৃত্তরা সাইনবোর্ড গুলো তুলে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে শহীদুল্লাহ দেওয়ানকে একাধিকবার মুঠো ফোনে ফোন দেওয়া সত্ত্বেও তাকে পাওয়া যায়নি।