ডেক্স রিপোর্ট:আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শনিবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে।
শনিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দলীয় প্রস্তুতি চলছে। নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।সভায় উপস্থিত হতে সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।