এরশাদ আলম:
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ উপজেলার পুরান বিওসি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ও মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হারুনর রশীদ রাসু, দিদারুল আলম বাবুল, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আলিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা কপিল বিশ্বাস, সাংবাদিক খোকন সুশীল, আবদু রহিম, জুনু কোম্পানি, শিহাব উদ্দিন, আকতার বাঙালি, কামাল উদ্দিন, মোরশেদ সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গতকাল (২৮ মার্চ) বিকেলে আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে লোহাগাড়া এবং সাতকানিয়ার সকল ইউনিয়নের জন্য মোট ৬ হাজার প্যাকেট ইফতার সামগ্রী প্রত্যেক এলাকার নেতাকর্মীদের হাতে বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা এসব ইফতার সামগ্রী প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ধারাবাহিকভাবে বিতরণ করে যাচ্ছে।