জবি প্রতিনিধি:
আন্তঃবিশ্ববিদ্যালয় ২০২২-২৩ দাবা ও ক্যারাম প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারাম দল (ছাত্রী) ও দাবা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে রানার্স আপ পদক অর্জন করেছে।
রানার্স আপ পদক অর্জনকারী প্রতিযোগীবৃন্দ ১৫ জুন বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক বিষয়ে শারীর চর্চা কেন্দ্রের উপ পরিচালক গৌতম কুমার দাস বলেন,আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম ও দাবা প্রতিযোগিতা লীগ পদ্ধতিতে খেলা হয়। ঐখানে অনেক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেন।
তিনি আরো বলেন, উক্ত প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে খেলা ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবা দল রানার্স আপ হয়। আর ছাত্রীদের ক্যারাম প্রতিযোগিতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি সাইন্স এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জয় এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রানার্স আপের পদক অর্জন করে।
উল্লেখ্য গত ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত তিনদিন ব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারাম প্রতিযোগিতা ২০২২-২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত ।