আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি:
আদালতের রায় উপেক্ষা করে বরগুনার বামনায় পৈত্রিক ও ক্রয় সম্পত্তি জোরপূর্বক চাষাবাদের অভিযোগ উঠেছে সোনাখালি গ্রামের হানিফ জমাদ্দার ছেলে জাহাঙ্গীর হোসেন জমাদ্দার ও তার সহযোগীদের বিরুদ্ধে। আদালতের রায় উপেক্ষা করে প্রকাশ্যে জমিতে চাষাবাদে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী আঃ মালেক জানান,বাবার পৈত্রিক ও নিজের কেনা জমি ভোগদখল করতে গেলে জাহাঙ্গীর ও তার অনুসারীরা বাধা দেন। পরে তিনি বরগুনা আদালতে ফৌজদারি আইনের মামলা নং ২০৫/২০২৫ বামনা ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করলে আদালত জমি হালচাল ও দখলে পরিবর্তন না করার নির্দেশ দেন।

নিষেধাজ্ঞার নোটিশ পুলিশের মাধ্যমে বিবাদীদের জানানো হলেও তা অমান্য করে জাহাঙ্গীর সহ তার সহযোগীরা জমি চাষাবাদ শুরু করে। ভুক্তভোগী পরিবার থানা পুলিশকে অভিযোগ জানালে প্রশাসন বিষয়টি দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, বলে অভিযোগ রয়েছে।

এদিকে আর এক ভুক্তভোগী রফিকুল ইসলাম খোকন জানান, আদালতের নিষেধাজ্ঞা দেখানোর পরও তারা জমি চাষাবাদ চালিয়ে যায়। এতে আমাদের জীবন আর সম্পত্তি—দুইই অনিশ্চয়তায় পড়েছে।”

স্থানীয়রা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে। আদালতের আদেশ কার্যকর করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।