ডেস্ক রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং গণতন্ত্রকামী সকল বিরুধী রাজনৈতিক দলের আহ্বানে ৭ জানুয়ারি ডামি ভোট বর্জনের দাবীতে সিটিজেন মুভমেন্ট অব অস্ট্রেলিয়া এবং টেইক ব্যাক বাংলাদেশ, প্লাটফর্ম অস্ট্রেলিয়ার যৌথ উদোগে গনঅবস্থান কর্মসূচি পালন,আজ শনিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৬টায় লাকেম্বা রেলওয়ে স্টেশনের পাশে জিয়া চত্বরে অনুষ্ঠিত হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সিনিয়র যুগ্ম আহ্ববায়ক মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফএবং জিয়া ফোরামের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতা জাকির আলম লেলিনের যৌথ পরিচালনায় বক্তব্যে রাখেন সিনিয়র বিএনপি নেতা ডক্টর হুমায়ের চৌধুরী রানা, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন,কৃষি বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদলের নেএী ডক্টর নার্গিস বানু,বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট নাসির উল্লাহ,জিয়া ফোরামের সভাপতি ইন্জিনিয়ার সোহেল ইকবাল মাহমুদ,জিয়া পরিষদের সাবেক সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর,টেইক ব্যাক বাংলাদেশ, প্লাটফর্মের ইন্জিনিয়ার হাবিব রহমান,বিএনপি নেতা একেএম ফজলুল হক শফিক,যুবদলের সাবেক সভাপতি মোঃ আবুল হাছান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএনএম মাসুম,খুলনা মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিতা কাদরী,বিএনপি নেতা খাইরুল কবির পিন্টু, ফরিদ মিয়া,মৌহাইমেন খান মিশু, মোহাম্মদ জাকির হোসেন রাজু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম খালেদ, বিএনপি নেতা মোহাম্মদ কামরুজ্জামান,আরিফ তাহের, মোহাম্মদ কুদ্দুসুর রহমান,গোলাম রাব্বী শুভ্র,মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ, মোহাম্মদ সাইফ,সর্দার মামুন, মোহাম্মদ বাচ্চু ,কুদরী, অসিত গোমেজ, মমিনুল ইসলাম, যোসেফ ক্রজ,গোলাম মোস্তাফা ,শরিফুল ইসলাম, বনি পেইজ,রিসাদ আহ্ম্মেদসহ অসংখ্য নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াতের মাধ্যম। অনুষ্ঠানে বিদ্রোহী কবিতা আবৃতি করে প্রানবন্দ করেন ইন্জিনিয়ার হাবিব রহমান। এছাড়া ভোট বর্জনের দাবীতে ইথুন বাবুর রচিত এবং শিপ্লী মৌসুমির গাওয়া গানের আওয়াজে বাংলাদেশী অধ্যুশিত লাকেম্বা হয়ে উঠেছিল যেন নয়া পল্টন ।
এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দ অবিলম্বে তামাশার নির্বাচন বন্ধের আহ্ববান জানান।এই সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সংকল্প করেন তারা।