চলতি সময়ের সুন্দরী – গ্ল্যামারাস মডেল ও অভিনেত্রী সেঁজুতি খন্দকার। এই অভিনেত্রী নিজের মেধা – প্রতিভার জানান দিয়ে ক্রমশঃ নিজেকে ব্যস্ত ও জনপ্রিয় করে তুলছেন।আজ (১৫ আগস্ট) সেঁজুতি খন্দকারের জন্মদিন। তিনি জানান, নিজের জন্মদিন ঘটা করে পালন করেন না। বাসাতেই পরিবারের লোকজন নিয়ে বিশেষ দিনটি উদযাপন করেন।
সেঁজুতি জানান, জন্মদিনের আগের রাতে ১২টা বাজার পর থেকেই আত্মীয় – স্বজন, বন্ধু – বান্ধব এবং ভক্ত – শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হন। ফোনে আর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভাসেন তিনি। কালও তাই হয়েছে বলে জানান। সব মিলিয়ে কীভাবে কাটছে সেঁজুতি খন্দকারের জন্মদিন ? এমন প্রশ্নে তিনি জানান, এবার পরিবারের সঙ্গে জন্মদিনটি কাটাবেন তিনি। বিশেষ এই দিনটি পরিবারের মানুষের সঙ্গেইকাটাতে ভালো লাগে তার। তবে সন্ধ্যায় বান্ধবীদের সাথে কেক কাটার কথা আছে।
সেঁজুতি বলেন, এই দিনটিতে সবার শুভেচ্ছা পেতে ভালো লাগে। দিন দিনতো আসলে বয়স বেড়েই চলেছে। দায়িত্বও যেনো বেড়ে চলছে। সবার কাছে শুধু এটুকু দোয়া চাই – যেনো সুস্থ থাকি, ভালো থাকি এবং সবাইকে ভাল কিছু কাজ উপহার দেওয়ার জন্যে অনেক দিন বেঁচে থাকতে পারি। তেমনি একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। সবাই আমার জন্যে দোয়া করবেন।
উল্লেখ্য, ধারালো ফিগারের অধিকারিনী সুন্দরী উঠতি তারকা সেঁজুতি খন্দকার মিডিয়ায় আত্মপ্রকাশ করেন ২০১৬ সালে একটি বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে । এরপর এখন পর্যন্ত তিনি শতাধিক নাটক অভিনয় করেছেন ও প্রসাংশিত হয়েছেন। ২০১৯ সালে তিনি প্রতীক হাসানের গানে “তুমি আমার বাবু” ও আসিফ আহমেদ নিলয়ের “খোদা তোমার কেমন বিচার” মিউজিক ভিডিও জন্য ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়াও রাজীব এর “মা আমার মা”সহ তার বেশ কিছু মিউজিক ভিডিও ব্যাপক প্রসংশিত হয়।টেলিভিশন বিজ্ঞাপনচিত্রেও ও সাবলীল উপস্থিতি দেখা যায় সেঁজুতির। তিনি “সিঙ্গার ফ্রিজ”, “লাইফবয়”, “প্রান”, “এসিআই” এর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন।