নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) অনিয়ম দুর্নীতির ও অর্থ আত্মসাৎ এর অভিযোগের তদন্ত কমিটি গঠিত হয়েছে,
গত ৪ জানুয়ারি জনাব সাব্বির হোসেন সমাজসেবা অফিসার-১(নিবন্ধন ও নিয়ন্ত্রণ)সমাজসেবা অধিদপ্তর ঢাকা কে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির
অভিযোগ এনে গত (২১ডিসেম্বর ২৩) জনাব আউয়ুব আলী হাওলাদার আজীবন সদস্য এ/৬/৬/৪/ভাষানটেক পূর্ণবাসন প্রকল্প বিআরপি,মিরপুর ১৫ ঢাকা হতে প্রাপ্ত,জাতীয় অন্ধ কল্যান সমিতির,অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর তদন্ত প্রসঙ্গে সমাজসেবা অধিদপ্তরে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার যুগ্ন পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত গত ০৪/০১/২৪ তাং তদন্ত কমিটি গঠিত হয় যাহার স্মারক নম্বার ৪১,০১,০০০০,০৪৬,২৭,০১৭,২৩,৭ উক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে।
নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার যুগ্ন পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন,অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে,তদন্তে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন,তিনি।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা সাব্বির হোসেন বলেন গত ০৪জানুয়ারী তদন্তের দায়িত্ব পেয়েছি
দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।