নিউইয়র্কে বিএসিসি হলিডে উদ্‌যাপন

নিজস্ব প্রতিনিধি নিউইয়র্কঃ নিউইয়র্ক ষ্টেট ব্রঙ্কসে পালিত হলো বিএসিসি হলিডে ও এ্যাওয়ার্ড নাইট। নিউইয়র্ক ষ্টেট ব্রঙ্কসের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) প্রতি বছর জানুয়ারী মাসে নতুন বছরকে স্বাগত জানিয়ে হলিডে উদ্‌যাপন করে। ৭ জানুয়ারি নিউইয়র্ক শহরের ইয়ংকার্স নেহা প্যালেসে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএসিসি হলিডে উদ্‌যাপন ও এ্যাওয়ার্ড নাইট পালন। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমেরিকার মূলধারার সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সেতু বন্ধনের লক্ষ্যে বিএসিসির উদ্যোগে এই বিশেষ হলিডে উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রংক্স বোরো প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন (Vanessa L. Gibson), শেলি মায়ার ৩৭ তম সিনেট দ্য ইয়ঙ্কার (Shelley Mayer 37th sinate The Yonker). ডাঃ রোজমেরি উজ্জো(Dr Rosemary Uzzo), লায়লা বার (Laila Bar), অ্যাডেলা কোলন(Adela Colon), মারলি শুয়েনম্যান(Marliee Schuenemann), নরম্যান হপম্যান(Norman Hoppman), জুলি কাউসেন্স(Julie Cousens), সোফিয়া বেরি(Sofia Berry),জেহান সাবা(Jehan Saba). পৃষ্ঠপোষকতায় ছিলেন, এইচ ব্রুশ ফিশারঃ Best personal injury attorney. সাখাওয়াত আলীঃ Owner & Broker, Sonali Insurance Company. তোফায়েল চৌধুরীঃ Emerging Businessman, Yonkers. আহাদ আলীঃ CPA আব্দুল চৌধুরী জাকীঃ Dynamic Businessman. মইনুল ইসলামঃ G.S Jalalabad association of America Inc.

বিএসিসির প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নজরুল হকের উপস্থাপনা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও পৃষ্ঠপোষকরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী চন্দ্রা রায়, শিল্পী তানভির শাহীন গান পরিবেশন করেন। নৃত্যশিল্পী মায়া এ্যান্জেলিনা নৃত্য পরিবেশন করেন। এছাড়া অনুষ্ঠানে কমিউনিটির প্রতি বিশেষ অবদানের জন্য ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিকসহ অনেককেই ব্রংক্স বোরো প্রেসিডেন্ট, ৩৭ সিনেট ইয়ংকার্স এবং বিএসিসির পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়। আগত সম্মানিত অতিথিরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে হলিডে নাইট উপভোগ করেন।

উল্লেখ্য, নিউইয়র্ক ভিত্তিক এ সংগঠনটি নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে কাজ করছে সংগঠনটি। গণমানুষের অধিকার, শ্রমজীবি, কর্মজীবি মানুষের অধিকার রক্ষা, নূতন ইমিগ্র্যান্টদের মূলধারায় সংযুক্ত করা, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।