কেরানীগঞ্জে লাইসেন্স’বিহীন করাত মিলে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:কেরানীগঞ্জ দক্ষিণ থানা তেঘরিয়া এলাকায়, লাইসেন্সবিহীন ১১ টি করাত মিলে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ১১ টি করাত মিলে, ৮০ হাজার টাকা জরিমানা করা হয় বলে,নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার রিনাাত ফৌজিয়া। ও সহকারী কমিশনার ভূমি,আব্দুল্লাহ আল মামুন।

সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন জানান,উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে,আজ বিকাল ৪ টায় তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ১১ টি করাতকল’কে মোট ৮০০০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য:এর আগে গত বুধবার, লাইসেন্সবিহীন করাত মিল নিয়ে এটিএন নিউজে নিউজ প্রকাশিত হলে,তৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি,আব্দুল্লাহ আল মামুনকে, মোবাইল কোর্ট পরিচালনা নির্দেশ দেন।