কেরানীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক:কেরাণীগঞ্জে পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন জনকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭জুলাই) চুনকুটিয়া, কদমতলী ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলেন,মোস্তফা (৪০),শফিক (৩৫), আল মামনু (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়,দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুলকুটিয়া স্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় মোস্তফা কে চাঁদা আদায়ের অর্থসহ গ্রেফতার করা হয়েছে।কদমতলী মোড় থেকে থেকে, মাইক্রোবাস স্ট্যান্ডে হইতে চাঁদাবাজি করার সময় চাঁদা আদায়ের অর্থসহ আল-মামুনকে এবং আব্দুলাহপুরের স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অর্থ’সহ শফিক’কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানান,কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় যানবাহন থেকে প্রকাশ্যে চাঁদাবাজির করার সময় চাঁদা আদায়ের ১০ হাজার ২৬০ টাকা অর্থসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে । চাঁদাবাজদের বিরুদ্ধে, তিনটি মামলা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত রয়েছে।