নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অবৈধভাবে বালু বিক্রি ও মাটি কাটা রোধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও মাটিকাটা এক্সকিউবেটর(বেকু)জব্দ করা হয়।
আজ (২২ ডিসেম্বর) সোমবার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এর নেতৃত্বে কলাতিয়া ইউনিয়ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এ সময় বিনা অনুমতিতে এক্সকিউবেটর(বেকু) দিয়ে বালু বিক্রি ও মাটি কাটায় একটি এক্সকিউবেটর ভেকু জব্দ করা হয়। অভিযুক্তদের’কে ঘটনাস্থলে না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করা হয়।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, বেশ কয়েকদিন ধরে কলাতিয়া এলাকায় নদীর পাড়ে বিনা অনুমতিতে বালু স্তুপ করে তা বিক্রি এবং মাটি কেটে ফসলী জমি নষ্ট করা হচ্ছে। এ কাজের সাথে জড়িত কলাতিয়া ইউনিয়ন এর আউয়াল মেম্বারসহ বেশ কয়েকজন এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। কিন্ত তাদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় জরিমানা/কারাদন্ড প্রদান করা যায় নি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরা।





