কিশোরগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

কিশোরগঞ্জ প্রতিবেদকঃকিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫৬ তম বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন র‍্যালি সহ কিশোরগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে পথ চলার প্রতীক সাদাছড়ি ও জেলা প্রশাসক কর্তৃক জি আর চাল বিতরণী করা হয়।

আজ ০৯ই নভেম্বর ২০২৪,রোজ শনিবার, কিশোরগঞ্জ জেলা শাখা গচিহাটা রেলস্টশন, কটিয়াদি সংস্থার নিজ কার্যালয়ে, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা,কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার,সভাপতিত্বে।ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক,কিশোরগঞ্জ জেলা শাখার পরিচালনায় দিবসটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আবুল খায়ের, উপজেলা সমাজসেবা অফিসার, কটিয়াদী, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: লিটন, পুলিশ পরিদর্শক (নি:),অফিসার ইনচার্জ, কিশোরগঞ্জ রেলওয়ে থানা। মোঃ ইমাম হোসেন,স্টেশন মাস্টার,গচিহাটা,কটিয়াদী, কিশোরগঞ্জ। শাহ্জাহান কবির ভূঁইয়া,প্রশিক্ষক, উপজেলা রিসোর্স সেন্টার, কটিয়াদী,কিশোরগঞ্জ।মোঃ ময়না ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, গচিহাটা বাজার, কটিয়াদী,কিশোরগঞ্জ। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কিশোরগঞ্জ জেলা শাখা প্রমুখ।