স্টাফ রিপোর্টারঃ ব্যতিক্রম মাসডো এ’বার বাংলাদেশে এডুকেশনাল কনক্লেভ আয়োজন করতে চলেছে। ব্যতিক্রম মাসডোর আশা, এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
এডুকেশনাল কনক্লেভ উপলক্ষে প্রথমবার পূর্ব ভারত ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সূচনা হবে শুভ উদ্যোগ। ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষা এ অনুষ্ঠানের সহায়তায় আছেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার। পাশাপাশি সহযোগিতা করছে জেআইএস ইউনিভার্সিটি, ফ্রেন্ডস অফ বাংলাদেশ, তরুণ আইএএস প্রমুখ৷
দ্বিপাক্ষিক শিক্ষাগত সম্পর্ক জোরদার করতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়, জেআইএস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান, সিইসি, সার্ক এবং আরও অনেক মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যতিক্রম মাসডোর সভাপতি ড. সৌমেন ভারতীয়ার কথায়, “এই উদ্যোগ দুই দেশের মধ্যে সামাজিক সেতুবন্ধন আরও মজবুত করবে।”
সূত্র মতে, গত এক দশক ধরে বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অনুষ্ঠান আয়োজন করছে ব্যতিক্রম এক গোষ্ঠী। তাদের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ২০১৬ সাল থেকে বাংলাদেশে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী উদযাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের দিনলিপি’ এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’-এর অসমীয়া অনুবাদ প্রকাশ।