আশুলিয়া ঈগল প্রতীক’এর অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃঝমকালো আয়োজনে সাভার,আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া আদর্শ গ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ঈগল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ’এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার ২৪ শে ডিসেম্বর সন্ধ্যায় আউকপাড়া আদর্শগ্রাম (এিশফিট)নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈগল প্রতীকের অফিস উদ্বোধন করা হয়।

আওয়ামী যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তালুকদারের সভাপতিত্বে,রাকিবুল ইসলাম রাকিব’এর,পরিচালনায় নির্বাচন অফিস উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন মাতুব্বর,”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবক আলাল উদ্দিন”আশুলিয়া ইউনিয়ন শ্রমিক’লীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম অপু,

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আওয়ামী’লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক’লীগের নেতা’কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করা হয়। দোয়া পাঠ করেন ক্বারী সালাউদ্দিন।সর্বশেষ মধ্যেভোজনের আয়োজন করেন।