স্টাফ রিপোর্টার মবিনুর ইসলাম: আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
আজাদ সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনুসের ছেলে। সে ঝুটের ব্যবসা করতেন।
আহতের স্বজনরা জানান, দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে আসে আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায়। এরপরে আজাদকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে পেটে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাট খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।





